শীতে বাচ্চা, বয়স্ক ও অসুস্থ মানুষদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিলেন মোদী 


মন কি বাত অনুষ্ঠানে কৃষি আইন থেকে শুরু করে গুরু নানক পর্ব থেকে শীত ও করোনা নিয়েও কথা বললেন প্রধানমন্ত্রী মোদী। এদিন মন কি বাতের মঞ্চ থেকে শীতে বাচ্চা, বয়স্ক ও অসুস্থ মানুষদের বাড়তি যত্ন নেওয়ার পরামর্শ দিলেন মোদী। তুলে ধরলেন করোনা সংক্রমণের কথাও। এই সময় সাবধানে থাকার কথা জানালেন তিনি। অসাবধানতা খুবই ভয়ংকর তাও মনে করিয়ে দইলেন তিনি। 

এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আমার প্রিয় দেশবাসী,  ‘মন কি বাত’ অনুষ্ঠানে আমরা আলাদা আলাদা নানান রকম বিষয় নিয়ে কথা বলি। কিন্তু এমন একটা কথা এক বছর ধরে চলছে যা আমরা খুশি মনে আলোচনা করতে চাই না। প্রায় এক বছর হতে চললো বিশ্বে প্রথম করোনা ভাইরাসের সংক্রমণের খবর জেনেছি। সেদিন থেকে আজ পর্যন্ত সারা বিশ্ব নানান উত্থান পতন দেখেছে।  লক ডাউন পর্ব পেরিয়ে এখন ভ্যাক্সিন নিয়ে চর্চা শুরু হয়েছে। কিন্তু করোনা নিয়ে যে কোনো রকম অসাবধানতা খুবই ভয়ংকর। করোনা নিয়ে আমাদের কঠোর লড়াই চালু রাখতে হবে৷ '  


তিনি আরও বলেন, 'দেশের বৃহত্তর ভাগে শীত ক্রমশ জাঁকিয়ে পড়ছে। অনেক জায়গায় বরফ পড়ছে। এই মরশুমে বাচ্চাদের, বয়স্কদের, অসুস্থ মানুষদের বাড়তি যত্ন নিতে হবে এবং নিজের স্বাস্থ্যের প্রতিও নজর রাখতে হবে। আমার খুব ভালো লাগে যখন দেখি মানুষ নিজের চারপাশের অসহায় মানুষের চাহিদার কথা খেয়াল রাখে। শীতার্তকে গরম জামাকাপড় দেওয়া এমনই একটা কাজ। আশ্রয়হীন পশুদেরও এই শীতে খুব কষ্ট হয়। অনেকে আবার এদিকেও খেয়াল রাখেন। আমাদের যুব সমাজ এসব ব্যাপারে বেশ আগ্রহের সঙ্গেই অংশগ্রহণ করে।'



পাশাপাশি তিনি এও স্মরণ করিয়ে দিলেন পরের মন কি বাত এছরের শেষ মন কি বাত। আর নতুন বছরে নতুন পরামর্শ চেয়ে পাঠিয়েছেন তিনি। তিনি বলেন, 'বন্ধুরা, এর পরের ‘মন কি বাত’ এর সময় ২০২০ সাল শেষ হয়ে আসবে।নতুন অঙ্গীকার, নতুন বিশ্বাস নিয়ে আমরা অগ্রসর হবো। এখন আপনাদের নতুন নতুন পরামর্শ, ভাবনা আমার কাছে পাঠাতে থাকুন। আপনাদের সব্বাইকে আমার আন্তরিক শুভকামনা জানাই। আপনারা সবাই সুস্থ থাকুন, দেশের জন্য কাজ করতে থাকুন। অনেক অনেক ধন্যবাদ!'