বড়জোড়ায় একটি কারখানায় মৃত্যু হল এক শ্রমিকের



SER-23,বাঁকুড়া,৭ নভেম্বর:

বড়জোড়ার একটি বেসরকারি কারখানায় ২০ফুট উঁচু থেকে পড়ে মৃত্যু হলো এক শ্রমিকের । ঘটনাটি ঘটে আজ বিকেল তিনটে নাগাদ । 

স্থানীয় সূত্রে জানাযায়, বড়জোড়ার  দেওচা গ্রামের বাসিন্দা বছর পঞ্চানের গদাধর মাঝি প্রতিদিনের মতো আজও কাজে আসে বাঁকুড়ার বড়জোড়ার বি.ডি. কয়েল নামক একটি বেসরকারি কারখানায় । তারপর বিকেল  নাগাদ কারখানার ভেতর  কোনরকম সুরক্ষা ছাড়াই মাটি থেকে প্রায় ২০ফুট উঁচুতে টিন লাগতে উঠে এবং সেই সময় পা স্লিপ করে মাটিতে পড়ে যায়, এবং নিচে কারখানার যন্ত্রাংশ থাকায়  গুরুতর ভাবে আহত হয় সে। 


তড়িঘড়ি করে কারখানা কর্তৃপক্ষ গদাধর মাঝিকে নিয়ে যায় বড়জোড়া সুপারস্পেশালিটি হসপিটালে  এবং সেখানে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । 


ঘটনাস্থলে আসে পুলিশ এবং মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সন্মীলনী মেডিক্যাল কলেজ ও হসপিটালে নিয়ে যাওয়া হবে বলে জানা যায় ।


মৃত গঁদাধর মাঝির পরিবারের  তরফে কারখানা কর্তৃপক্ষের শ্রমিক সুরক্ষার গাফিলতির বিষয়টিকেই দায়ী করেছে ।