'মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন'- এর উদ্যোগে নতুন বস্ত্র ও মাটির প্রদীপ বিতরণ



সুজাতা ঘোষ , বাগডোগরা :

'মাটিগাড়া সোশাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন'- এর উদ্যোগে আজ নকশালবাড়ি ব্লকের অধীন মেরি ভিউ চা বাগানের অন্তর্গত লোহা সিং ডিভিশনের শ্রমিক পরিবারদের মধ্যে শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে নতুন বস্ত্র ও মাটির প্রদীপ বিতরণ করা হয়। 


জানা গেছে প্রায় ১০০০ জনেরও বেশি দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয় ।

 উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক ড. মলয় বাগচি, সভাপতি শ্রী শুভাশিষ মণ্ডল, সহ-সভাপতি শ্রীমতি সীমা দে, কোষাধক্ষ্য শ্রী অলক বণিক ও সংস্থার অন্যান্য সদস্যগণ..

 এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা লিগ্যাল এইড ফোরাম এর সম্পাদক শ্রী অমিত সরকার মহাশয়।