ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন জো বাইডেন
হাড্ডাহাড্ডি লড়াই শেষে ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন জো বাইডেন,
২৭০ ম্যাজিক ফিগার পেরিয়ে ২৮৪ পৌঁছে গেলেন অন্যদিকে ড্রোনাল ট্রাম্প ২১৪টি পেয়ে পিছিয়ে রয়েছেন l
জো বাইডেন united states এর ৪৬ তম রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়। joe biden সমগ্র আমেরিকাবাসিকে শুভেচ্ছা জানিয়ে একটি ট্যুইট বার্তা দিয়েছেন।
"America, I’m honored that you have chosen me to lead our great country.The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not. I will keep the faith that you have placed in me."
সুর সম্রাজ্ঞী লেডি গাগা শুভেচ্ছা জানিয়েছেন ট্যুইটারে-
. @JoeBiden @KamalaHarris and the American people, you just gave the world one of the greatest acts of kindness and bravery humanity has ever seen. ❤️ 🙌🙌 nothing but love for our new Commander in Chief and the 1ST female VP elected to the White House. Also, way to go PA 😭❤️ pic.twitter.com/uXiMTWs6Hk
— Lady Gaga (@ladygaga) November 7, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊