Latest News

6/recent/ticker-posts

Ad Code

'জলের মধ্যে সবচেয়ে সুখী' মালদ্বীপের সমুদ্র সৈকতে জলে গাঁ ভাসিয়ে অনুভূতি শেয়ার করলেন সোনাক্ষী সিনহা

 


'জলের মধ্যে সবচেয়ে সুখী' মালদ্বীপের সমুদ্র সৈকতে জলে গাঁ ভাসিয়ে অনুভূতি শেয়ার করলেন সোনাক্ষী সিনহা 


লক ডাউন উঠে যাওয়ার পর একের পর এক সেলিব্রেটিরা ছুটি কাটাতে পাড়ি দিয়েছেন বিদেশ। সেই তালিকায় নাম লেখালেন অভিনেত্রী সোনাক্ষী সিনহা। মালদ্বীপে ছুটিতে গিয়ে সমুদ্রের জলে গাঁ ভাসালেন সোনাক্ষী। আর জলের মধ্যেই সবচেয়ে বেশী খুশি বলে ক্যাপশনও দিলেন তিনি। 


নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সেই ছবি প্রকাশ করেন সোনাক্ষী। সাদা-কালো রঙের সুইমসুট পরে ছবি শেয়ার করেছেন। 


 

বলিউডে ১০ বছর পার করছেন সোনাক্ষী সিনহা। সালমান খানের সঙ্গে দাবাং সিনেমায় অভিনয় করে বলিউডে পা দিয়েছেন সোনাক্ষী। এরপর, 'তেরে মস্ত মস্ত দো নয়ন', 'দাবাং ২', 'রাউডি রাঠোর', 'আর রাজকুমার' সিনেমায় দেখা গিয়েছে তাঁকে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code