হাতছাড়া করবেন না, এক্ষুনি জিতে নিন স্বর্ন মুদ্রা !
তবে দেরি কেন? আপনিও সোনার মুদ্রা জিততে পারেন। সঠিক নাম্বারটি অনুমান করুন এবং জিতে নিন একটি স্বর্ন মুদ্রা। এমনই এক অফার এর সুযোগ করে দিয়েছেন DIAL. টুইটার এ ডি.আই.এ.এল এর অফিসিয়াল পেজের মধ্যে এমনই একটি ট্যুইট করা হয়েছে। যেখানে কয়েকশো রিট্যুইট, কমেন্ট করে ফেলেছেন ফলোয়ারমহল। কে হবেন বিজেতা? সেই আশাতেই সঠিক উত্তরটি সম্ভাব্য হিসেবে লিখে মন্তব্যের পাতায় জুড়ে দিয়েছেন সকলে।
দিল্লী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট লিমিটেড(ডি.আই.এ.এল) এর উদ্যোগে উক্ত সুযোগটি করে দেওয়া হয়েছে সকলের উদ্দেশ্যে।
Can you pick the golden gift out of these? Guess the correct box number with the gold coin in it and one lucky winner will win a gold coin! T&C applied. #GoldUtsav #DelhiAirport pic.twitter.com/S8GunlaDvv
— Delhi Airport (@DelhiAirport) November 21, 2020
ট্যুইটারে ডি.আই.এ.এল এর অফিসিয়াল পেজে ট্যুইট করে বলা হয়েছে-
“এগুলি থেকে আপনি কী সোনার উপহারটি বেছে নিতে পারেন? এতে সোনার মুদ্রা সহ সঠিক বাক্স নম্বরটি অনুমান করুন এবং একজন ভাগ্যবান বিজয়ী একটি সোনার মুদ্রা জিতবেন! শর্তাবলী প্রয়োগ করা হয়েছে”।
#GoldUtsav
#DelhiAirport ট্যাগলাইন গুলি ব্যবহারের মাধ্যমে ট্যুইটারে ট্যুইটটি
জনপ্রিয়তা লাভ করেছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊