কোভিড, ডেঙ্গুর পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বৈঠক রোগী কল্যাণ সমিতির
সঞ্জিত কুড়ি ,পূর্ব বর্ধমান
প্রায় এক বছর পর আজ, বুধবার বসছে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠক। ২০১৯ শের ডিসেম্বর মাসে শেষবার বৈঠক হয় রোগী কল্যাণ সমতির। এরপর কোভিড পরিস্থিতির কারণে বন্ধ থাকে বৈঠক।কিন্তু, এদিনের বৈঠকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালেপ্রাধান্য পাচ্ছে কোভিড বিষয়টি।
ডিসেম্বর মাসের পর থেকেই ধীরে ধীরে থাবা ফেলতে শুরু করে কোভিড। রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ স্বয়ং করোনায় আক্রান্ত হন। লকডাউন পর্বে তাই আর বৈঠক হয়নি। বছর ঘুরে হওয়া বৈঠকে প্রাধান্য পাচ্ছে কোভিড।
স্বপন দেবনাথ ছাড়াও এই বৈঠকে উপস্থিত ছিলেন এদিন জেলাশাসক মঃ এনাউর রহমান ,ডি এস পি হেডকোয়ার্টার সৌভিক পাত্র, হাসপাতালের সুপার ডেপুটি সুপার সহ বিভিন্ন বিভাগের প্রধানরা। এছাড়াও ছিলেন ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলরগনরা। কোভিড নিয়ে হাসপাতালে কি কি কাজ হয়েছে, কিভাবে পরিষেবা দেওয়া হয়েছে সেই বিষয়ে একটি স্লাইড শো রাখা হয়েছে। গত বছরের বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় ডেঙ্গী মোকাবিলাকে। কোভিডের পাশাপাশি ডেঙ্গী নিয়ে কি কি কাজ হয়েছে সেই বিষয়েও থাকছে বিশেষ স্লাইড। হাসপাতাল চত্বরে জীবাণুনাশক স্প্রে করা, নর্দমা পরিষ্কার সহ একাধিক বিষয় রাখা হচ্ছে স্লাইডে।
বর্ধমান হাসপাতালে বর্জ্য নিষ্কাশন নিয়েও সমস্যা রয়েছে। সাধারণ জঞ্জালের পাশাপাশি ‘বায়ো মেডিক্যাল ওয়েস্ট’ ম্যানেজমেন্ট নিয়েও চলে টালবাহানা হাসপাতালের।কলেরা ওয়ার্ডের পাশে এই ধরণের বর্জ্য পদার্থের প্যাকেট জমে থাকে।মাল খালাস হয় না সময় মত। এই নিয়ে হাসপাতালে ক্ষোভের সৃষ্টি হয়েছে।কিভাবে এই সিস্টেম ঠিকঠাক করা যায় সেই নিয়েও বৈঠকে আলোচনা রাখা হয়েছে।
কোভিড, ডেঙ্গুর পাশাপাশি পরিকাঠামো গত উন্নয়ন নিয়েও আলোচনা হয় বৈঠকে। বিভিন্ন মেশিন পত্র কেনা নিয়েও আলোচনা হবে বৈঠকে। ম্যানুয়াল সিস্টেম ছাড়াও বিভিন্ন পরীক্ষার রিপোর্ট দ্রুত পাওয়া যাবে এই ধরণের মেশিন কেনা হবে হাসপাতাল সূত্রে জানা গেছে।
এদিন এই বৈঠকে মন্ত্রী স্বপন দেবনাথ বলেন নিরাপত্তা বারানোর জন্য আরও সিসি টিভি ক্যামেরা বারানো হবে সেক্ষেত্রে যেমন ডাক্তারাও নিয়মত ঠিক কাজ করছে কিনা এছাড়াও সমস্ত কিছু দেখা হবে ।এছাড়া এদিন আরও বলেন পরিকাঠামো বারানো হবে হাসপাতাল চত্বরে উন্নয়ন করা হবে আরও বলে জানিয়েছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊