Latest News

6/recent/ticker-posts

Ad Code

বীরভূম জেলায় জঙ্গল মহল কাপ --২০২০ শুরু আগামী ২৩ শে নভেম্বর

 


বীরভূম জেলায় জঙ্গল মহল কাপ --২০২০ শুরু আগামী ২৩ শে নভেম্বর


শান্তির পথে, পুলিশের সাথে--হ্যা, পুলিশ সেই শান্তির বার্তা নিয়ে তথা জনসংযোগ বাড়িয়ে তুলতে শুরু হয়েছে জঙ্গল মহল কাপ।  



আগামী ২৩ নভেম্বর বীরভূম জেলা পুলিশের উদ্যোগে থানায় থানায় এলাকার ক্রীড়াপ্রেমিদের নিয়ে জেলা ব্যাপী একযোগে শুরু হবে জঙ্গল মহল কাপ -- ২০২০ । 

পুরুষ মহিলা উভয়ের জন্য চারটি ইভেন্ট থাকছে, যার মধ্যে ফুটবল, কাবাডি,তিরন্দাজি এবং আদিবাসী নৃত্য। উক্ত অনুষ্ঠান উপলক্ষে বীরভূম জেলা পুলিশের সৌজন্যে থানার বিভিন্ন এলাকায় টাঙানো হয়েছে ব্যানার এমনি চিত্র দেখা যায় লোকপুর থানা এলাকায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code