আন্দোলনেই অটল, শাহের আবেদন খারিজ কৃষকদের
চারদিন ধরে দিল্লিতে কৃষি বিলের বিপক্ষে এককাট্টা হয়েছেন পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের হাজার হাজার কৃষক জারি রেখেছে কৃষক আন্দোলন। পুলিশ, ব্যারিকেড, জলকামানেও আটকানো যায়নি কৃষকদের। নয়া কৃষি আইন বাতিলের দাবিতে অনড় কৃষক সংগঠন গুলি। এরই মধ্যে ৩ ডিসেম্বরের কৃষকদের সঙ্গে আলোচনা করার প্রস্তাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কিন্তু এই প্রস্তাবে রাজি হননি কৃষকেরা।
শনিবার সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, প্রতিবাদী কৃষকদের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত ভারত.সরকার। আগামী ৩ ডিসেম্বর তাঁদের আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী। কৃষকদের প্রতিটি সমস্যা ও দাবি নিয়ে সরকার আলোচনা করতে ইচ্ছুক।
কিন্তু সেই প্রস্তাবে 'না' করে দিয়েছে কৃষক সংগঠন গুলি বলেই জানিয়েছে সূত্র।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊