Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি AK Antony tests positive for COVID-19

 


 করোনা আক্রান্ত প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি


এবার করোনা আক্রান্ত প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী একে অ্যান্টনি। এ কে অ্যান্টোনির স্ত্রী এলিজাবেথ অ্যান্টনিও করোনায় আক্রান্ত হয়েছেন। এ কে অ্যান্টোনির ছেলে অনিল কে অ্যান্টোনি টুইট করে একথা জানান। 


অনিল কে অ্যান্টনি টুইটারে লিখেছেন, “আমার বাবা-মা দুজনেই করোনা পজিটিভ। আজই তাঁরা ভর্তি হবেন। আপনারা প্রার্থনা করুন তাঁদের সুস্থ হয়ে ওঠার জন্য।"



জানা গেছে, তাঁদের দিল্লি এইমসে ভর্তি করা হয়েছে। বর্তমানে তাঁদের স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল।


একে অ্যান্টনির বয়স ৭৯ বছর। মনমোহন সিংয়ের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় প্রতিরক্ষামন্ত্রী ছিলেন তিনি। ছিলেন কেরালার মুখ্যমন্ত্রীও। পাঁচবারের কংগ্রেস সাংসদ এই প্রবীণ নেতা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code