Womens T20 Challenge 2020: প্রথম ম্যাচে জয়ের পর, দ্বিতীয় ম্যাচেই লজ্জার হার ভেলোসিটির
SANGBAD EKALAVYA: আইপিএলের পাশাপাশি দুবাইতে চলছে BCCI পরিচালিত মেয়েদের টি-২০ লীগ (womens T20 Challenge 2020)।
প্রথমে রাউন্ড রবিন পদ্ধতিতে তিনটি দলের মধ্যে তিনটি ম্যাচ হবে। পরে সেখান থেকে সেরা দুটি দল ফাইনাল খেলবে।
বৃহস্পতিবার শারজা ক্রিকেট স্টেডিয়ামে টিম ট্রেইলব্লেজারসের (Trailblazers) এর বিরুদ্ধে লীগের দ্বিতীয় ম্যাচ টিম ভেলোসিটি (Velocity)। প্রথম ম্যাচে টিম সুপারনোভার বিরুদ্ধে ৫ উইকেটে জয়ী হলেও আজ চূড়ান্ত ব্যর্থ মিতালি রাজ্যের টিম ভেলোসিটি।
প্রথমে ব্যাট করে ব্যাটিং বিপর্যয়ে পরে ভেলোসিটি। ১৬ ওভারের মধ্যেই সব উইকেট খুইয়ে বসে তাঁরা। দলের সংগ্ৰহ সাকুল্যে ৪৭ রান। দুই অংকের রান শুধু দু'জনের। ওপেনার শেফালী ভার্মা (৯ বলে ১৩) এবং কাস্পেরেক (২০ বলে ১১)। আজও ব্যর্থ অধিনায়ক মিতালি রাজ (৫ বলে ১)। ট্রেইলব্লেজারসের হয়ে দুর্দান্ত বল করেন সোফি এক্লেস্টন। ৩.১ ওভারে ১টি মেডেন সহ মাত্র ৯ রান দিয়ে ৪টি উইকেট নিয়েছেন তিনি। ২টি করে উইকেট পেয়েছেন ঝুলন গোস্বামী এবং রাজেশ্বরী গায়কোয়ার।
জবাবে ব্যাট করতে নেমে মাত্র ৮ ওভারেই ১ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ট্রেইলব্লেজারস। ওপেনার ডেন্ড্রা দত্তিন (Deandra Dottin) ২৮ বলে ২৯ রান করে অপরাজিত থাকেন। রিচা ঘোষ করেন ১০ বলে অপরাজিত ১৩।
ম্যাচের সেরা হয়েছেন সোফি এক্লেস্টন (Sophie Ecclestone)।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊