Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শীতলখুচি ব্লকের বিডিও ওয়াংদি গলপো ভুটিয়া

 

করোনা আক্রান্ত হয়ে প্রয়াত শীতলখুচি ব্লকের বিডিও ওয়াংদি গলপো ভুটিয়া 


করোনা আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন কোচবিহার জেলার শীতলখুচি ব্লকের বিডিও ওয়াংদি গলপো ভুটিয়া । 


উৎসবের মরশুমে চিন্তার ভাঁজ রাজ্যবাসীর কপালে। দিনের পর দিন বেড়েই চলছে করোনা সংক্রমণ। এমণ পরিস্থিতিতে কোচবিহার জেলার মানুষের উদ্বেগের কারণ আরও বাড়িয়ে দিল শীতলখুচির বিডিও ওয়াংদি গলপো ভুটিয়ার প্রয়াণ ।


 বিডিও ওয়াংদি গলপো ভুটিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিডিও-র মৃত্য সংবাদ পেয়ে তাঁর স্ত্রীকে চিঠি লিখে শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code