প্রতিভার সন্ধানে আজকের মুখ মৃত্তিকা বাছার
শুভাশিস দাশ
প্রতিভা থাকলে তা ছোটবেলা থেকেই টের পাওয়া যায় । এমনই এক প্রতিভার নাম মৃত্তিকা বাছার । মাত্র তিন বছর বয়সেই নাচের তালিম নিতে শুরু করে মৃত্তিকা ।
এক দিকে মায়ের নাচের প্রতি আগ্রহ অন্যদিকে বাবার বাদ্যযন্ত্রের চর্চা মৃত্তিকা কে উত্সাহিত করেছে নাচের দিকে ।
এই পনের বছর বয়সেই নৃত্যকলা য় যে সাফল্য পেয়েছে তা বিস্ময়ের । ভারত নাট্যম , ক্রিয়েটিভ ও রবীন্দ্র নৃত্যে বিশেষ দক্ষতা অর্জন করেছে ।
ব্লক স্তর থেকে রাজ্য স্তরে র বহু অনুষ্টানের পুরস্কার তার ঝুলিতে ভরেছে । মৃত্তিকা তার নৃত্য কলায় বহুদূর এগিয়ে যাক এই শুভ কামনা আমাদেরও ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊