পুজোয় ভিড়ের আশঙ্কা হাইকোর্টের, মণ্ডপ হোক কনটেনমেন্ট জোন এমনই চাইছে আদালত
উৎসবের মরশুম। তবে কাঁটা করোনা। করোনা আবহের মাঝেই বাংলায় দুর্গাপূজা করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। করোনা কালে রাজ্যে পুজা হওয়া নিয়ে মামলা হয়েছে হাইকোর্টে। বিশেষজ্ঞরা মনে করছে পুজোর কারণে ভিড় বাড়বে, বাড়বে জন সমাগম ফলে পুজোর পরেই ভয়ঙ্কর আকার ধারন করতে পারে করোনা। এরপরেও, দুর্গাপূজা করা নিয়ে রাজ্য অনড় থাকলেও পুজোয় ভিড়ের আশঙ্কা কলকাতা হাইকোর্টের।
পুজো বন্ধ মামলার শুনানিতে এদিন বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন ‘কাগজে যা ছবি দেখছি, তা ভয় জাগানো, ২-৩ লক্ষ মানুষকে সামলাতে ৩০ হাজার পুলিশ?’ এবারের পুজোয় হাইকোর্টের পর্যবেক্ষণ থাকবে বহাল। কন্টেইনমেন্ট জোন হোক মণ্ডপও কিন্তু, দর্শনার্থীদের ঢোকা নিষিদ্ধ হোক। ঢুকতে পারবেন তালিকায় থাকা উদ্যোক্তাদের কয়েকজন। এমনই চায় আদালত।
এদিনের শুনানিতে রাজ্য জানায় আরও পুলিশ বাড়ানো হবে। ‘স্বরাষ্ট্র ও মুখ্যসচিবের কাছ থেকে কোনও পরামর্শ আসেনি, আপনাদের আরও সক্রিয় হওয়া উচিত ছিল', রাজ্য সরকারের উদ্দেশ্যে মন্তব্য করেন হাইকোর্ট। ‘সরকারি গাইডলাইনে সদিচ্ছা আছে, তার বাস্তবায়ন নেই।' এমনটাই মন্তব্য করল হাইকোর্ট। পাশাপাশি মনে করিয়েও দিল মুম্বইতে গণেশ পুজোর অনুমতি দেওয়া হয়নি।
এদিন হাইকোর্ট জানায়, প্রয়োজন মনে করলে প্রতিটি পুজো মণ্ডপের এলাকাকে কনটেনমেন্ট জোন হিসাবে ঘোষণা করা হতে পারে। আর সেক্ষেত্রে একসঙ্গে ২০ জন প্রবেশ করতে পারবে। তবে এটি প্রাথমিক সিদ্ধান্ত। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্তে উপনীত হননি বিচারপতি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊