পুজো নিয়ে ঐতিহাসিক নির্দেশ হাইকোর্টের, জেনে নিন নির্দেশাবলী
করোনা আবহে দুর্গাপূজা নিয়ে একগুচ্ছ নির্দেশ দিল হাইকোর্ট। এখনো তেমনভাবে কাটেনি করোনা সংক্রমণ তার মাঝেই বাঙালির বড় উৎসব দুর্গোৎসব করতে অনুমতি দিয়েছে রাজ্য সরকার। তবে, দুর্গাপূজায় ভিড় বাড়ার আশঙ্কা হাইকোর্টের। ফলে ভয়াবহ আকার নিতে পারে করোনা। বিশেষজ্ঞরাও তাই মনে করেছে।
এদিন এক জনস্বার্থ মামলার শুনানিতে রাজ্য সরকারকে ভিড় এড়ানোর পদক্ষেপ নিয়ে কড়া প্রশ্ন করেন বিচারপতিরা। তারপরেই করোনা কালে পুজো নিয়ে একাধিক নির্দেশিকা দেয় হাইকোর্ট।
বিচারক নির্দেশ দেন-
- দর্শকশূন্য থাকবে পুজো মণ্ডপ
- প্রতিটি পুজো মণ্ডপর কনটেন্মেন্ট জোন হিসেবে গণ্য হবে
- ছোট মণ্ডপের ক্ষেত্রে ৫ মিটার হবে দূরত্ব বড় মণ্ডপের ক্ষেত্রে দূরত্ব হবে ১০ মিটার।
- এই দূরত্বের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না।
- পুজোর এরিয়া ব্যারিকেড দিতে হবে।
- ‘নো এন্ট্রি’ বোর্ড লাগিয়ে দিতে হবে।
- সচেতনতা প্রচার বাড়াতে হবে।
- বড় প্যান্ডেল-সহ সবাইকে নো-এন্ট্রি বাফার জোন করতে হবে।
- রাজ্যে কোনও মণ্ডপেই দর্শক ঢুকতে পারবেন না।
এদিনে শুনানিতে হাইকোর্ট রাজ্যের সব পুজোর জন্য এই রায় প্রযোজ্য বলে জানিয়েছে। করোনা সংকটে সতর্ক থাকাই যার মূল হাতিয়ার সেখানে এই বিধি নিষেধ বেঁধে দিয়ে পুজোয় ভিড় কিছুটা কমানো যাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊