আঁকার খাতার মা দুর্গা পেল বাস্তব রূপ। এক ফুটের প্রতিমা বানিয়ে তাক লাগালো জলপাইগুড়ির মনোজিৎ। এই প্রতিমাতেই হবে পুজো, ইচ্ছে মনোজিৎ ও তার পরিবারের।
করোনা আবহে বদ্ধ জীবন, নিউ নরম্যালেও করোনার ছায়া। চার দেওয়ালের ঘেরাটোপে বহু দিনের ইচ্ছে পূরণ। ইচ্ছেটা আঁকার খাতায় সীমাবদ্ধ ছিল এতদিন, করোনা কালে বাস্তব রূপ পেল মাটি আর পোয়ালে। ঘরবন্দী জীবনে একঘেয়েমি কাটাতে দুর্গা প্রতিমা বানিয়ে ফেলল জলপাইগুড়ি শহরের নিউ সার্কুলার রোডের বাসিন্দা ছাত্র মনোজিৎ সরকার।
মনোজিৎের একফুটের প্রতিমাই নজর আকর্ষণ করছে পাড়া-প্রতিবেশী সহ জলপাইগুড়ি শহরবাসীর। মনোজিৎের সঙ্গে তার মা রেবা সরকার এবং বোনেরও ইচ্ছে যে এবছর পুজো হোক বাড়িতে, সেটাই অনেক বেশি আনন্দের এবং তা অনেক বেশি সুরক্ষিত।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊