Vodafone এবং Idea এখন থেকে আর আলাদা নয়- এখন থেকে Vi- Together for Tomorrow, সাথে দূর্দান্ত অফার
একটা সময় ভারতের বাজারে একচ্ছত্র রাজত্ব করেছে ভোডাফোন। পরে জনপ্রিয় হয়ে উঠেছিল আইডিয়াও (!dea)। কিন্তু Jio বাজারে আসার পর থেকেই দুই সংস্থা বাজার হারাতে শুরু করে। কিন্তু আজ থেকে একদম নতুন ভাবে যাত্রা শুরু করলো ভোডাফোন এবং আইডিয়া। ভোডাফোন এবং আইডিয়ার সামগ্রিক সংযুক্তিকরন প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেলো আজ।
আজ একটি প্রেস বিবৃতিতে তাঁদের নতুন ব্র্যান্ডনেম ঘোষণা করা হয়েছে। ‘V!’ এই নামেই জিও-র সঙ্গে টক্কর দিতে চলেছে তারা।
এ নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করেছেন ভোডাফোন আইডিয়া’র CEO রবিন্দর টক্কর। তিনি জানিয়েছেন, “দু’বছরেরও কম সময়ের মধ্যে এই সংযুক্তিকরণ সম্ভব হয়েছে। দেশের এক নম্বর মোবাইল পরিষেবা সংস্থা হবে এই V! "V!..... Together for Tomorrow." এই স্লোগান নিয়ে আজ থেকে যাত্রা শুরু করলো।
এদিন সংস্থার তরফে নতুন প্ল্যানেরও ঘোষণা করা হয়। এদিন "Happy Surprises" প্রোগ্রামের ঘোষণাও করা হয়। রয়েছে WHATSAPP VIC service assistant. আরও রয়েছে একাধিক নতুন প্ল্যান।
আসুন দেখে নেই একনজরে নতুন প্ল্যান গুলো-
299 টাকায় ২৮ দিনের জন্য আনলিমিটেড কলের সাথে প্রতিদিন ৪ জিবি ডাটা ।
additional benefitsNow get DOUBLE DATA i.e, 2 + 2 = 4GB/Day, Truly Unlimited Local/National Calls to all Networks + 100 Local and National SMS/Day. Pack Validity for 28 Days
449 টাকায় ৫৬ দিনের জন্য আনলিমিটেড কলের সাথে প্রতিদিন ৪ জিবি ডাটা ।
additional benefits
Now get DOUBLE Data, i.e. 2+2=4GB/Day + Truly Unlimited Local/National Calls to all Networks + 100 Local and National SMS/Day. Pack Valid for 56 Days
699 টাকায় 84 দিনের জন্য আনলিমিটেড কলের সাথে প্রতিদিন ৪ জিবি ডাটা ।
Now get DOUBLE DATA i.e, 2+2 = 4GB/Day, Truly Unlimited Local/National Calls to all Networks + 100 Local and National SMS/Day. Pack Validity for 84 Days
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊