উত্তরের গুণী সুজন চিত্র শিল্পী প্রসেনজিৎ ভৌমিক (প্রসেনজিৎ রঙ তুলি )
শুভাশিস দাশএই সময়ের একজন ব্যস্ত চিত্র শিল্পী প্রসেনজিৎ ভৌমিক । ছোটবেলা থেকেই এই আঁকার নেশা তাঁকে পেয়ে বসে । প্রথাগত পাঠ নিতে তাই চলে আসে অপু দাদামনির আঁকের ক্লাসে ।
তারপর সেই যে শুরু । পড়াশুনার পাশাপাশি চলতে থাকে শিল্পের চর্চা ।
কিশোর বয়স থেকেই পুরস্কার এর ঝুলি ভরেছে নানা পুরস্কারে । যুব উত্সবে অংশ নিয়ে রাজ্যের সেরার খেতাবও তাঁর জুটেছে ।
তারপর সেই যে শুরু । পড়াশুনার পাশাপাশি চলতে থাকে শিল্পের চর্চা ।
কিশোর বয়স থেকেই পুরস্কার এর ঝুলি ভরেছে নানা পুরস্কারে । যুব উত্সবে অংশ নিয়ে রাজ্যের সেরার খেতাবও তাঁর জুটেছে ।
জল রঙ সহ অঙ্কনের প্রায় সব মাধ্যমেই তাঁর সহজ বিচরণ ।
উত্তরবঙ্গ সহ বিভিন্ন জায়গায় চিত্র প্রদর্শনীতে অংশ নিয়েছে এই শিল্পী ।
তাঁর তুলি চলতে থাকুক যুগ থেকে যুগান্তরে এই কামনা রইলো আমাদেরও ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊