RRB NTPC Exam Date 2020



twitter থেকে facebook , social media তে RRB NTPC নিয়োগ নিয়ে ঝড়া উঠে । ইতিমধ্যে এই পরীক্ষা নিয়ে রেলমন্ত্রী পীযুষ গোয়েল ট্যুইটারে জানিয়েছেন "ভারতীয় রেল, ১৫ই ডিসেম্বর থেকে ঘোষিত শূন্যপদগুলি পূরণের জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া শুরু করবে।"

প্রসঙ্গত ভারতীয় রেল, ৩ রকমের শূন্যপদ ঘোষণা করেছিল। 

১। গার্ড, 
২। অফিস ক্লার্ক, 
৩। কর্মাশিয়াল ক্লার্ক ইত্যাদি সহ ননটেকনিক্যাল পপুলার ক্যাটাগরিস (এনটিপিসি) –এর জন্য ৩৫২০৮টি পদ, স্টেনো এবং অন্যান্য বিভিন্ন পদের জন্য মন্ত্রণালয়ের ও পৃথক পৃথক ক্ষেত্রে ১৬৬৩টি পদ এবং রেল লাইনের রক্ষণাবেক্ষণ পয়েন্টসম্যান ইত্যাদির লেভেল ওয়ান শূন্যপদের জন্য ১ লক্ষ ৩৭৬৯টি পদে লোক নেওয়া হবে। 

এই শূন্যপদগুলির জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডগুলিতে ২ কোটি ৪০ লক্ষের বেশি আবেদনপত্র জমা পড়ে। এই পদগুলির জন্য কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, কোভিড – ১৯ মহামারী এবং তার ফলশ্রুতিতে লকডাউন জারি হওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়। 

দেশজুড়ে আনলক ফেজ ৪ চালু হওয়ার পর স্বাভাবিক হচ্ছে দেশের কাজকর্ম। অক্টোবর থেকে শিক্ষাকেন্দ্র গুলিও খোলার চেষ্টা চলছে। এমনকি কলেজ-বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে কেন বন্ধ থাকবে নিয়োগের পরীক্ষা। তাই নিয়ে ডিজিটাল মাধ্যমে শুরু হয় প্রতিবাদ।  

এই প্রতিবাদের মধ্যেই খুশির খবর জারি করলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। পরীক্ষা আয়োজন করার জন্য বিশেষ পরিচালন প্রক্রিয়া তৈরি করা হচ্ছে। শারীরিক দূরত্ব সহ অন্যান্য নিয়মকানুন মেনে এই পরীক্ষার ব্যবস্থা করা হবে। 

রেলমন্ত্রক , প্রস্তাব দিয়েছে আগামী ১৫ই ডিসেম্বর থেকে প্রথম পর্যায়ের অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া শুরু করবে এবং এর জন্য প্রয়োজনীয় প্রস্তুতির কাজ শুরু হয়েছে বলেও জানিয়েছে মন্ত্রক।