৪০ জোড়া বিশেষ ট্রেন চালানোর ঘোষণা রেলের
সংবাদ একলব্যঃ
করোনা সংক্রমণের জেরে ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন জারি হওয়ায় প্যাসেঞ্জার, মেল ও এক্সপ্রেস ট্রেন পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেয় কেন্দ্র তারপর পরিযায়ী শ্রমিক, তীর্থযাত্রী, পর্যটক ও পড়ুয়াদের ঘরে ফেরাতে ১ মে থেকে শ্রমিক স্পেশাল ট্রেন চালু করে রেল। এরপর ১২ মে থেকে ১৫ জোড়া বিশেষ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেন ও ১ জুন থেকে ১০০ জোড়া বিশেষ ট্রেন চালু করা হয়। এবার মূলত পরীক্ষার্থীদের কথা ভেবেই বিশেষ ট্রেনের ব্যবস্থা করছে রেল।
১২ তারিখ থেকে দেশের বিভিন্ন প্রন্তের পরীক্ষার্থীদের কথা ভেবে ৪০ জোড়া বিশেষ ট্রেন চালানোর কথা ঘোষণা করল রেল। এদিন, রেলবোর্ডের চেয়ারম্যান বিনোদ কুমার যাদব জানান, ১০ তারিখ থেকে এই ট্রেনগুলির টিকিট বুকিং শুরু হবে।
এই ৮০টি বিশেষ ট্রেন চালানো হলে বিশেষ ট্রেনের সংখ্যা বেড়ে হবে ২৩০টি। রাজ্য সরকারের অনুরোধেই এই ট্রেন গুলো চালানো হবে। নজর রাখবে রেলবোর্ড। প্রয়োজনে চাহিদা মেটাতে আরও ট্রেনের ব্যবস্থা করা হবে বলে জানান রেলবোর্ড।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊