প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবদ ডঃ মনমোহন সিংহের জন্মদিনে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম
২৬শে সেপ্টেম্বর দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ বর্ষীয়ান কংগ্রেস নেতা ডঃ মনমোহন সিং এর জন্মদিন। এবছর ৮৮ বছরে পা দিলেন তিনি। তাঁর জন্মদিনে তাঁকে ভারতরত্ন দেওয়ার দাবি তুললেন তাঁরই সতীর্থ তথা প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম।
ট্যুইটে প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম লেখেন, "আজ ডঃ মনমোহন সিংহের জন্মদিন। তাঁর দীর্ঘ সুস্থ জীবন কামনা করি,তিনি আরও সেবা করুন দেশের। মনমোহন সিংহের জীবন মামুলি পরিমণ্ডলে বড় হয়ে ওঠা একটি ছেলের জনগণের সেবায় সর্বোচ্চ স্থানে পৌঁছনোর কাহিনি, যাঁর একমাত্র হাতিয়ার ছিল শিক্ষা এবং স্কলারশিপ।"
The story of Dr Singh’s life is a story of the rise of a young boy from a humble background to the heights of public service armed only with one tool — his education and scholarship.
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2020
ইউপিএ সরকারের অর্থমন্ত্রীর আরও সংযোজন, "গোটা দেশ তাঁর জীবন ও কর্মকাণ্ডে গর্বিত। প্রত্যেক ছেলে বা মেয়ের কাছে তিনি এক উদাহরণ। জনজীবনে আজ এমন কেউ যদি থেকেন থাকেন, যিনি ভারতরত্ন পাওয়ার যোগ্য, তবে তিনি মনমোহন সিংহ।"
The whole nation is proud of the life and service of Dr Singh and holds him as an example for every young boy or girl
— P. Chidambaram (@PChidambaram_IN) September 26, 2020
If anyone in public life alive today is deserving of Bharat Ratna, it is undoubtedly Dr Manmohan Singh.
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊