করোনায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে



জাঁকিয়ে বসেছে করোনা। দিনের পর দিন নতুন রেকর্ড গড়েই চলছে অনবরত। এর মাঝেই করোনায় মৃতের মৃতদেহ নিয়ে এক জনস্বার্থ মামলায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়ার রায় দিল কলকাতা হাইকোর্ট। তবে, রয়েছে বিধি নিষেধ। মেনে চলতে হবে কোভিড সংক্রান্ত বিধি নিষেধ গুলোও। 



এখন থেকে করোনায় মৃতের দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। হাসপাতাল থেকে দেহ সরাসরি শেষকৃত্যের জন্য পাঠানো হবে। উপস্থিত থাকতে পারবে মৃতের পরিবারের লোকজন। এমনকি শেষ দেখাও দেখা যাবে। তবে পরিবারের কেউই ছুঁতে পারবে না দেহ। স্বাস্থ্য বিধি মেনে চলতে হবে। মৃতদেহের মুখের কাছে খোলা থাকবে জিপব্যাগের চেন। মৃতের মুখ দেখতে পাবেন পরিবারের লোকেরা। 




রাজ্য সরকার বা পুরসভা অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা আরোপ করতে পারে বলেই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।