Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনাই শেষ নয়, পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে পুরোপুরি তৈরি থাকতে হবে: WHO প্রধান


করোনাই শেষ নয়, পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে পুরোপুরি তৈরি থাকতে হবে: WHO প্রধান 

করোনা মহামারীর কোপে বিপর্যস্ত বহু দেশ। এখনও অব্যাহত করোনার থাবা। এদিকে বিশ্ববাসীকে সোমবার পরবর্তী মহামারীর জন্য তৈরি থাকতে বললেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান আধানম টেড্রোস ঘ্রেবেসিয়াস। তিনি বলেন, করোনাই শেষ নয়। পরবর্তী মহামারীর জন্য বিশ্বকে পুরোপুরি তৈরি থাকতে হবে। এরজন্য দেশ গুলিকে জনস্বাস্থ্য খাতে নজর দেওয়ার পরামর্শও দেন তিনি। 



সোমবার জেনেভায় এক সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বলেন, “ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, মহামারী বা অতিমহামারী পৃথিবীর নানা দেশেরই অঙ্গ। ফলে একথা নিশ্চিত করে বলা যায়, এটাই শেষ অতিমারী নয়। তবে পরবর্তী অতিমারী যখন আসবে, তখন আজকের থেকে অনেক বেশি প্রস্তুত থাকবে গোটা বিশ্ব। কারণ এই অতিমারী বড়সড় শিক্ষা দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে।”

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code