সম্ভবত ২০২১-এও করোনা মুক্ত হতে পারব না আমরা আশঙ্কা প্রকাশ এইমসের ডিরেক্টরের
দিনের পর দিন বেড়েই চলছে করোনা বাড়ছে উদ্বেগও। এমন পরিস্থিতিতে আশঙ্কার কথা শোনালেন এইমস ডিরেক্টর রনদীপ গুলেরিয়া। করোনা ভাইরাস এখনই যাচ্ছে, ২০২১-এও করোনা থেকে মুক্তি পাবে কিনা দেশ তা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া।
এদিন গুলেরিয়া বলেছেন, ২০২১-এ যে করোনা চলে যাবে এমন কোনও নিশ্চয়তা নেই। তবে এইটুকু বলা যেতে পারে, অসুস্থতার গ্রাফ এখনকার মত আর উঠবে না। এখনকার অতিমারী পরিস্থিতি আগামী বছরের শুরুতে সম্ভবত আর থাকবে না। পাশাপাশি, করোনার টীকা নিয়েও আশা প্রকাশ করে তিনি বলেছেন, সব কিছু ঠিকঠাক চললে এ বছরের শেষেই তৈরি হয়ে যাবে করোনা টিকা। তবে আগামী কয়েক মাস রোগীর সংখ্যা বৃদ্ধি পাবে বলে আশঙ্কা তাঁর।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊