দুঃসংবাদ! স্থগিত হল অ্যাসট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল!




করোনা আবহে অ্যাসট্রাজেনেকার করোনা ভ্যাকসিনের ট্রায়াল স্থগিত সত্যিই দুঃসংবাদ। বিশ্বে করোনা ভ্যাকসিন আবিষ্কারের দৌড়ে এগিয়ে থাকা অ্যাসট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নিয়ে বেশ আশাবাদী ছিল বিশ্ববাসী। কিন্তু, ব্রিটেনে এক স্বেচ্ছাসেবীর শরীরে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেওয়ায় সাময়িকভাবে স্থগিত হল অ্যাসট্রাজেনেকার ভ্যাকসিনের ট্রায়াল। পরীক্ষা-নিরীক্ষা, গবেষণায় অংশগ্রহণকারীদের একজনের শরীরে ভ্য়াকসিন প্রয়োগের পর সন্দেহজনক গুরুতর বিরূপ প্রতিক্রিয়া দেখা গিয়েছে বলে জানা গেছে এর জেরে শেষ পর্যায়ের ট্রায়াল আপাতত স্থগিত রাখা হয়েছে বলে খবর। 



স্ট্যান্ডার্ড রিভিউ প্রসেস মেনে সেফটি ডাটা বা সুরক্ষা সংক্রান্ত তথ্য খতিয়ে দেখার জন্য ভ্যাকসিন প্রয়োগ বন্ধ রয়েছে বলে অ্যাস্ট্রাজেনেকার জনৈক মুখপাত্রের এক বিবৃতি উদ্ধৃত করে স্বাস্থ্য বিষয়ক ওয়েবসাইট স্যাট নিউজ একথা জানান। 


তবে কিরকম প্রতিক্রিয়া হয়েছে তা জানা যায়নি। স্ট্যাট নিউজ জানাচ্ছে, দ্রুত সেই অংশগ্রহণকারী অসুস্থ ব্যক্তি সুস্থ হবেন বলে আশা করা হচ্ছে।