Latest News

6/recent/ticker-posts

Ad Code

নদীতে নৌকাডুবি ২৫ জনের মৃত্যুর আশঙ্কা


নদীতে নৌকাডুবি ২৫ জনের মৃত্যুর আশঙ্কা




রাজস্থানের বুন্দি জেলার চন্দা খুই এলাকায় সম্বল নদী পার করার সময় নৌকাডুবি হয়ে মারা গেলেন অন্তত ২৫ জন। 



সংবাদসংস্থা সূত্রে জানা যাচ্ছে,মহিলা ও পুরুষ মোট ২৫-৩০ জন ও ১৪টি বাইক নিয়ে সব যাত্রী কমলেশ্বর মহাদেব যাচ্ছিলেন। দুর্ঘটনার একদিকে কোটা জেলা ও অন্যদিকে বুন্দি জেলা। নৌকায় সওয়ারীরা সকলেই প্রায় এটাওয়া জেলার আশেপাশের গ্রামের বাসিন্দা। সকলেই চতুর্দশী উপলক্ষে কমলেশ্বর মহাদেব মন্দিরে যাচ্ছিলেন পুজো দিতে।



এই এলাকায় নদী পারাপারের একমাত্র পথ হল নৌকা। নেই কোনও সেতু। স্থানীয়দের অভিযোগ, বেআইনিভাবে বহু নৌকা যাতায়াত করে। অনেক ক্ষেত্রে ক্ষমতার চেয়ে বেশি মানুষ ও ভার নিয়ে নদী পার করে নৌকাগুলি।অনুমতি না থাকা সত্ত্বেও মোটরসাইকেল পারাপারও করে। 



বিগত দিনে অবৈধ নৌ চলাচল নিয়ে প্রশাসনের দ্বারস্থ হলে প্রশাসন পদক্ষেপ নিলেও তা কঠোর ছিল না ফলে পুনরায় চলছে এই বেআইনি নৌ চলাচল।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code