বিশ্বের প্রথম ভাসমান অ্যাপল স্টোর, যেন প্রকৃতির মধ্যেই বিরাজ 

  • ১০ সেপ্টেম্বর অর্থাৎ বৃহস্পতিবার হল এই ভাসমান স্টোরের উদ্বোধন।
  • বিশ্বের প্রথম ভাসমান অ্যাপল স্টোর, যা কাঁচের গম্বুজ
  • অ্যাপল অনুসারে, মেরিনা বে স্টোরটি সংস্থার সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী খুচরা প্রকল্প।


বিশ্বের বহু সংস্থার মধ্যে অ্যাপল বেশ খ্যাত। সারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অ্যাপল স্টোর। ২০১৭ সালে সিঙ্গাপুরে প্রথম অ্যাপল সেন্টারটি তৈরি হয়েছিল নাইটব্রিজ বিল্ডিংয়ে। দ্বিতীয় সেন্টারটি তৈরি হয়েছে জুয়েল চাঙ্গি বিমানবন্দরে ২০১৯ সালে। এবার সিঙ্গাপুরেই আরও একটি স্টোর তৈরি করলো অ্যাপল যা মারিনা বে -তে। এটি দেশের সবথেকে সুন্দর জায়গায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি। রোমের প্যানথিওনের থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি হয়েছে এই স্টোরটি।


অ্যাপলের সিইও টিম কুক টুইট করে জানান, "আমাদের এই স্টোরে আপনাদের সকলকে স্বাগত। অ্যাপলের বেস্ট সমস্ত কিছু কালেকশন পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমরা কথা দিচ্ছি- এখানে আসলে আপনি মুগ্ধ হবেন।"


এই স্টোরটি পুরোপুরি কাঁচ দিয়ে তৈরি। মোট ১১৪টি কাঁচের টুকরো ও ১০টি লম্বা গরাদ মারফত যুক্ত করে তৈরি করা হয়েছে এই স্টোরটি। দিনের বেলায় স্টোরের কাঁচ ভেদ করে আলো প্রবেশ করবে যেমন তেমনই রাতের বেলাতেও আলো প্রতিফলিত হবে গোটা এলাকায়। গোলাকার আকৃতির এই স্টোরটি থেকে ৩৬০ ডিগ্রিতে পুরো শহরটি দেখতে পারবেন ক্রেতারা। এছাড়াও, এই স্টোরে সারি সারি দাঁড়িয়ে রয়েছে সবুজ গাছ।