ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল আইন ভেঙে গঠন করা হল জাতীয় মেডিক্যাল কমিশন

১৯৫৬ সালে জারি হওয়া ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল আইন ভেঙে গঠন করা হল জাতীয় মেডিক্যাল কমিশন। শুক্রবার থেকে জাতীয় মেডিক্যাল কমিশন তথা এনএমসি আইন কার্যকর হওয়ার সাথে সাথে বাতিল হয় ইন্ডিয়ান মেডিক্যাল কাউন্সিল আইন। স্নাতক স্তরের মেডিক্যাল এডুকেশন বোর্ড, স্নাতকোত্তর স্তরের মেডিক্যাল এডুকেশন বোর্ড, মেডিক্যাল অ্যাসেসমেন্ট অ্যান্ড রেটিং বোর্ড এবং এথিক্স অ্যান্ড মেডিক্যাল রেজিস্ট্রেশন বোর্ড-চারটি স্বশাসিত প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে। 



স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হয়েছে, জাতীয় মেডিক্যাল কমিশনের প্রধান কাজ হবে প্রবিধানগুলি প্রবাহিত করা, প্রতিষ্ঠানের রেটিং নির্ধারণ, মানবসম্পদ মূল্যায়ন ও গবেষণায় গুরুত্ব বৃদ্ধি করা। এছাড়াও, এমবিবিএস-এর অভিন্ন চূড়ান্ত বর্ষের পরীক্ষা নেক্সট-ন্যাশনাল এক্সিট টেস্ট-এর কার্যপ্রক্রিয়া নির্ধারণ করবে এই কমিশন। বেসরকারি কলেজের ফি সংক্রান্ত নির্দেশিকাও জারি করবে এই জাতীয় মেডিক্যাল কমিশন।



কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে ঐতিহাসিক সংস্কার বলে দাবি করা হলেও শুরু হয়েছে প্রতিবাদ। কলকাতা-সহ দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন হয় শুক্রবার।