Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুভেন্দু অধিকারীর অনুগামীরা পূজা দিলেন গুপ্তমনি মন্দিরে

 



শুভেন্দু অধিকারীর অনুগামীরা পূজা দিলেন গুপ্তমনি মন্দিরে 


শচীন পাল, ঝাড়গ্রাম:- 

সদ‍্য প্রকাশ‍্যে এসেছে রাজ‍্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর করোনা আক্রান্তের খবর। আর তারপরেই বেড়ে গিয়েছি চিন্তা। অনুগামীরা মন্ত্রীর আরোগ‍্য কামনায় ব্রত। 


রাজ্যের পরিবহনমন্ত্রী তথা তৃণমূলের হেভিওয়েট নেতা শুভেন্দু অধিকারী করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর‌। জঙ্গলমহল জুড়ে তার অনুগামীরা বিভিন্ন মন্দিরে পূজা করেন তার আরোগ্য হওয়ার জন্য। 


আজ ঝাড়গ্রাম জেলার গুপ্তমনি মন্দিরে দাদার সৈনিকরা গলায় শুভেন্দু অধিকারীর প্লেকার্ড ঝুলিয়ে পূজো আর্চনা করেন এই দিন ১০৮ টি জবা ফুল ও ১০১ টি নারিকেল দিয়ে পুজো করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code