বিজেপি সাংসদ রাজু বিস্টাকে ধিক্কার জানালো উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ
উত্তরবঙ্গের দার্জিলিং এর সাংসদ রাজু বিস্টা গতকাল সংসদে গোর্খাল্যান্ড ইস্যুকে তুলে পুনরায় পাহাড় ও সমতলে আগুন জ্বালানোর ব্যাবস্থা করেছেন বলে অভিযোগ তুলে উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের কেন্দ্রীয় কমিটি সেই ঘটনার তীব্র বিরোধিতা করে এবং বিজেপি ও তাদের সাংসদ কে ধিক্কার জানায়।
উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চের দাবি কোন জাতি বা ধর্মের ভিত্তিতে নয় উত্তরবঙ্গের 22 টি জনজাতির আর্থিক শ্রীবৃদ্ধির জন্য হোক উত্তরবঙ্গ রাজ্য।
সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার নন্দী এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন,"যে কাজ তৃণমূল , সিপিআইএম, কংগ্রেস এতদিন করে এসেছে, তারই যোগ্য ছাত্র হিসেবে বিজেপি করছে, তবে আর পার্থক্য কি থাকল,অর্থাৎ কোন রাজনৈতিক দল উত্তরবঙ্গের ভালো চায়না, যেহেতু উত্তরবঙ্গ জনমুক্তি মঞ্চ দীর্ঘ দিন ধরে এই আন্দোলন করে আসছে, সেটার ফায়দা নিতে এই গোর্খাল্যান্ড এর ইস্যু তুলেছে বিজেপি, কিন্তু তাতে কোন লাভ হবেনা, মানুষ বিজেপির স্বরূপ ধরে ফেলেছে, তার জবাব তারা ফালাকাটা ও হেমতাবাদ বিধানসভার উপনির্বাচনে পেয়ে যাবে।"
উত্তম কুমার নন্দী আরও বলেন- "সংগঠনের সমস্ত নেতাকর্মীদের রাস্তায় নেমে বিজেপির নোংরা রাজনীতির বিরোধিতার সিদ্ধান্ত নিয়ে পথে নেমে উত্তরবঙ্গের মানুষের জন্য লড়াই করবে সংগঠন।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊