পুজো উপলক্ষে Kidzee Dinhata নিয়ে এসেছে খুদেদের জন্য এক আকর্ষনীয় প্রতিযোগিতা



প্রথম প্রতিযোগিতার বিষয়- সাজব আমি পুজোর সাজে। সুন্দর ছবি তুলে পাঠাতে হবে।

বয়স: ২-৬ বছর।

দ্বিতীয় প্রতিযোগিতার বিষয়- ভারতীয় মাইথোলজির ওপর নৃত্য/গীত/আবৃত্তি/ গল্প বলা-যে কোনো একটির বিষয়ে ভিডিও করে পাঠাতে হবে। 

বয়স: ৩-৬ বছর।

মায়েদের জন্যও রয়েছে প্রতিযোগিতা। বিষয়- সাজাবো যতনে। বাড়ির সাধারণ ব্যবহারিক জিনিস দিয়ে ঘর সাজাবার জিনিস বানিয়ে ছবি তুলে পাঠাতে হবে। 

ছবি বা ভিডিও ইনবক্স করুন আমাদের Kidzze Dinhata-র ফেসবুক পেজে। সঙ্গে পাঠাবেন প্রতিযোগীর নাম, জন্ম তারিখ, ফোন নম্বর ও ঠিকানা। 

প্রত্যেক বিভাগের প্রথম স্থানাধিকারীর জন্য রয়েছে আকর্ষণীয় পুরুস্কার। প্রত্যেক প্রতিযোগীকে Kidzee-র তরফে সার্টিফিকেট প্রদান করা হবে। 

বিচার হবে Kidzee Dinhata পেজে লাইক, কমেন্ট ও শেয়ারের ওপর।

পেজ লিংক 👇

https://www.facebook.com/kidzeedinhata/

কথা বলুন- 8900205359

বিস্তারিত শুনুন ভিডিওতে-