সুজাতা ঘোষ, বাগডোগরা :
শিক্ষা দপ্তর, শিলিগুড়ি শিক্ষা জেলা ও নীলনলিনী বিদ্যামন্দির-এর পরিচালন সমিতির উদ্যোগে শিলিগুড়ির নীলনলিনী বিদ্যামন্দিরের সামনে ড. সর্বপল্লী রাধাকৃষ্ণানের আবক্ষ মূর্তি উন্মোচন করলেন পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী গৌতম দেব।
এছাড়াও এদিন তিনি বিদ্যালয়ের সবুজশ্রী উদ্যান ও নবরূপে সজ্জিত বিদ্যালয়ের বিভিন্ন পরিকাঠামোর শুভ সূচনা ও করলেন। যদিও রাধাকৃষ্ণানের আবক্ষ মূর্তি স্থাপনের শিলান্যাস হওয়ার কথা ছিল ৫ই সেপ্টেম্বর কিন্তু সেই সময় প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রয়ানের কারণে রাষ্ট্রীয় শোক দিবস থাকায় সেই দিনটিকে বাতিল করে আজ সেই কর্মসূচি পালন করা হয় এবং প্রাক্তন শিক্ষক শিক্ষিকাদের বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা ও দেওয়া হয়।
এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পর্যটন দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী মাননীয় শ্রী গৌতম দেব মহাশয় ,দার্জিলিং জেলার সভাপতি রঞ্জন সরকার ,জেলাশাসক এস পুন্নামবলম , ডিআই রাজীব প্রামানিক ও প্রমুখ বিশিষ্ট জনেরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊