Latest News

6/recent/ticker-posts

Ad Code

জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল দিনহাটায়

জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে  বিক্ষোভ মিছিল দিনহাটায় 



নিজস্ব সংবাদদাতা, দিনহাটাঃ 

আজ দিনহাটা শহরে ছাত্র সংগঠন AIDSO ও যুব সংগঠনAIDYO এর পক্ষ থেকে জাতীয় শিক্ষানীতি 2020 বাতিলের দাবিতে  একটি বিক্ষোভ মিছিল করা হয়।


কেন্দ্রীয় বিজেপি সরকার গত 29 শে জুলাই জাতীয় শিক্ষা নীতি 2020 তে সিলমহর দেয়। এর বিরুদ্ধে ছাত্র সংগঠন AIDSO সারা দেশ জুড়ে সোচ্চার হয়েছে।

AIDSO মনে করে এই শিক্ষানীতিতে আসলে গরিব ছাত্র দের কাছ থেকে শিক্ষা কেড়ে নেওয়ার একটি চক্রান্ত।  সংগঠন মনে করে- এই শিক্ষানীতি সাম্প্রদায়িকিকরণ, বানিজ‍্যিকিকরন ও কেন্দ্রীয়করন এর একটি মাধ্যম।তাই  তারা প্রথম থেকেই এর প্রতিবাদ করছে। 



তারই ধারাবাহিকতায় আজ দিনহাটা শহরে ছাত্র সংগঠন AIDSO ও যুব সংগঠন AIDYO  জাতীয় শিক্ষা নিতি 2020 (NEP-2020) বাতিলের দাবিতে মিছিল পরিক্রমা করে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code