Latest News

6/recent/ticker-posts

Ad Code

কলেজের ভর্তির মেধা তালিকায় শীর্ষে অভিনেত্রী সানি লিওন! এই প্রসঙ্গে কি বললেন সানি? দেখে নিন এখনি

আশুতোষ কলেজের ভর্তির মেধা তালিকায় শীর্ষে অভিনেত্রী সানি লিওন





কলকাতার ঐতিহ্যবাহী কলেজ আশুতোষ কলেজের ভর্তির মেধা তালিকায় শীর্ষে অভিনেত্রী সানি লিওনের নাম। বৃহস্পতিবার আশুতোষ কলেজের স্নাতকে ইংরেজি অর্নাসের মেধা তালিকায় প্রথম র‍্যাংকে অভিনেত্রীর নাম আসা নিয়ে বেশ শোরগোল পড়ে গিয়েছে স্যোসাল মিডিয়ায়। 


পাশাপাশি, লিস্টে উচ্চ মাধ্যমিকের ফলের পাশে কলেজের ভর্তির নিয়ম অনুসারে চারটি বিষয়ে ৪০০ নম্বরে ৪০০-ই প্রাপ্ত নম্বর উল্লেখ করা হয়েছে। 


কলেজ কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কেউ মজা করে সানি লিওনের নাম দিয়েছে, তাঁর খোঁজ করতে পুলিশে নালিশ করাও হয়েছে। যে উৎস থেকে অনলাইনে আবেদন জানানো হয়েছিল, তার আইপি অ্যাড্রেস, একটি ফোন নম্বর, ইমেল আইডি এবং কলেজে ভর্তি হওয়ার আবেদনপত্রের প্রতিলিপি পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে খবর।


এই ঘটনার খবর পেয়ে গেছেন অভিনেত্রী সানি লিওন-ও। তিনিও মজা করে টুইট করে লিখেছেন, পরের সিমেস্টারে দেখা হচ্ছে তা হলে। আশা করছি, আমার ক্লাসেই থাকবে তোমরা!



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code