চিত্রশিল্পের সংকটের কথা তুলেধরে কুমোরটুলির শিল্পীদের পাশে দাঁড়ানোর আবেদন জানালেন চিত্রশিল্পী শৈলেশ চ্যাটার্জী ও অরুন চক্রবর্তী 


করোনাকালীন সময়ে অন্যান্য শিল্প মাধ্যমের মতোই সংকটে চিত্রশিল্প ও। এই পরিস্থিতি তে চিত্রশিল্পী শৈলেশ চ্যাটার্জী ও চিত্রশিল্পী অরুন চক্রবর্তী সরকারের কাছে আবেদন জানালেন শিল্পীদের পাশে দাঁড়ানোর। 


তাঁরা বলেন এই সংকটকালীন সময়ে বিশ্বজুড়েই ক্ষতিগ্রস্ত হয়েছে ছবির বাজার,বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে কুমোরটুলির মৃৎশিল্পীরা ,যাদের দৈনন্দিন জীবনধারণ করাই দুঃসহ হয়েউঠছে। এই শিল্পীদের বছরভরের রোজগার ই হয় এই পুজোর সময় ঠাকুর তৈরী করে ,এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়ে শিল্পীদ্বয় জানান ,এই পরিস্থিতি অতিক্রম করতে সমগ্র শিল্পী সমাজ একসাথে লড়ছে কিন্তু সর্বাগ্রে প্রয়োজন কুমোরটুলির শিল্পীদের অস্তিত্ব সংকটে তাঁদের পাশে দাঁড়ানো ,তাই রাজ্যসরকারের কাছে তাঁরা আবেদন জানান পরিস্থিতি মোকাবিলায় যথাযথ পদক্ষেপ গ্রহণকরে পরিস্থিতির মোকাবিলায় এই দুঃস্থ শিল্পীদের পাশে দাঁড়ানোর।