শুধু জল দিয়ে রোখা যেতে পারে করোনা ভাইরাস, দাবি রুশ বিজ্ঞানীদের 

ওয়েবডেস্ক, সংবাদ একলব্যঃ 

করোনা মহামারি ধীরে ধীরে বৃহত্তর থেকে আরও বৃহত্তর আকার ধারন করছে। বিশ্ব যখন ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টায় দৌড়ে সামিল হয়েছে তখন এই ভাইরাসের একটি দুর্বল পয়েন্ট খুঁজে পেলেন বিজ্ঞানীরা। রুশ বিজ্ঞানীদের দাবি, শুধু জল দিয়ে ভাইরাসের বৃদ্ধি রোখা যেতে পারে।


রুশ সংবাদসংস্থা স্পুটনিকে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞানীরা গবেষণায় দেখেছেন, সাধারণ ঘরের তাপমাত্রায় রাখা জলের সংস্পর্শে এসে প্রথম ২৪-ঘণ্টার মধ্যে প্রায় ৯০ শতাংশ ভাইরাস-কণা মরে যায়। ৭২-ঘণ্টায় মরে যায় প্রায় ৯৯.৯ শতাংশ।


পাশাপাশি, বিজ্ঞানীদের আরও দাবি, ফুটন্ত জলের সংস্পর্শে আসলে কোভিড-১৯ ভাইরাস সম্পূর্ণভাবে এবং সঙ্গে সঙ্গে নিশ্চিহ্ন হয়।


গবেষণায় আরও উঠে এসেছে, ডিক্লোরিনেটেড বা নোনা জলে ভাইরাস কিছুক্ষণ সক্রিয় থাকতে পারে তবে বংশবৃদ্ধি করতে পারে না। জলের তাপমাত্রার ওপর নির্ভর করে ভাইরাসের আয়ু। বিজ্ঞানীরা জানান, ক্লোরিনেটেড জলেও দ্রুততার সঙ্গে মারা য়ায় ভাইরাস।


রাশিয়ার উপভোক্তা সুরক্ষা সংক্রান্ত একটি সংস্থা গবেষকদের দেওয়া এই তথ্য সামনে এনেছে।