১০০০ দিনের মধ্যে ৬ লক্ষ গ্রামে হাইস্পিড ইন্টারনেট, স্বাধীনতা দিবসে ঘোষণা প্রধানমন্ত্রীর 


৭৪ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১০০০ দিনের মধ্যে ৬ লক্ষ গ্রামে হাইস্পিড ইন্টারনেটের ঘোষণা করেন। এদিন তিনি বলেন, “আগামী ১০০০ দিনের মধ্যে দেশের ৬ লক্ষ গ্রামে অপটিক্যাল ফাইবার বসানোর কাজ সম্পন্ন হবে।” 


মূলত ডিজিটাল হেলথ মিশনের কথা মাথায় রেখেই গ্রামে হাইস্পিড ইন্টারনেট চালুর পরিকল্পনা করেছে কেন্দ্র। সেকথা প্রধানমন্ত্রীর এদিনের ভাষণ থেকেই পরিষ্কার। 


দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ঘোষণা করেন, “প্রযুক্তিকে কাজে লাগিয়েই স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করার পথে হাঁটবে ভারত। ন্যাশনাল ডিজিটাল হেলথ মিশনের আওতায় প্রত্যেক ভারতীয়কে দেওয়া হবে হেলথ আইডি।” এই আইডি-তে রোগীর রোগের খতিয়ান, নাম ঠিকানা পরিচয় সহ কী রোগ, কী ওষুধ, কোথায় চিকিৎসা, কোন ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে, সব রকম তথ্য উল্লেখ থাকবে এই কার্ডে।