[Sangbad Ekalavya] 


আগামী ৪ থেকে ৮ই আগস্ট টানা ৫ দিনের লকডাউন আলিপুরদুয়ারে। সরকারের লকডাউন নির্ধেশিকা মেনে বীরপাড়া চৌপথি থেকে শুরু করে আলিপুরদুয়ার শহর,আলিপুরদুয়ার জংশন সহ দমনপুর পর্যন্ত লকডাউন ঘোষণা করল জেলা প্রশাসন।

শনিবার আলিপুরদুয়ার ব্যবসায়ী সংগঠনের এবং বিধায়ক ডঃ সৌরভ চক্রবর্তী স্যোশাল মিডিয়ার মাধ্যমে একথা জানান। এর পাশাপাশি সরকারি নির্দেশিকাও জারি করা হয়। জরুরী পরিষেবা ছাড়া সকল ব্যাবসায়ীক প্রতিষ্ঠান,নিত্য দিনের বাজার এবং গণ পরিবহন বন্ধ থাকবে বলে জানা যায়। 


উল্লেখ্য শুক্রবার সন্ধ্যায় জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল বলে খবর।সেই বৈঠকে আলিপুরদুয়ার চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিনিধি,জেলা শাসক,পুলিশ সুপার,বিধায়ক সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সেখানেই টানা ৫ দিনের লকডাউন করবার সিদ্ধান্ত নেওয়া হয়।এই ৫ দিনের মধ্যে দুদিন রাজ্য সরকারের সাপ্তাহিক লকডাউনও থাকছে।এই লকডাউনে করোনার প্রকোপ কিছুটা কমবে বলে আশা জেলা প্রশাসন ও সাধারণ মানুষের।