প্রতিভার সন্ধানে আজকের মুখ সংগীত শিল্পী রুদ্রাশিস সাহা
শুভাশিস দাশ
এই সময়ে কোচবিহার জেলার দিনহাটায় যে কজন গানের জগতে আগামীর সম্ভবনা নিয়ে আমাদের আশা জাগাচ্ছে রুদ্রাশিস সাহা তাদের মধ্যে একজন।
শৈশবেই গান শেখার হাতে খড়ি। উত্তরের বিশিষ্ট সংগীত শিল্পী অপূর্ব অধিকারির কাছে গানের তালিম নিচ্ছে এই শিল্পী। খুব অল্প বয়সেই বেশ সাড়া ফেলে দিয়েছে গানের আঙিনায়। লেখাপড়ার পাশাপাশি সংগীত কে আঁকড়ে ধরে বেড়ে উঠছে সে। বাড়ির সাংস্কৃতিক পরিবেশ ওকে অনেকটাই এগিয়ে যাবার সু পথ করে দিয়েছে। গানের বিভিন্ন প্রতিযােগিতায় অংশ নিয়ে অনেক পুরস্কার ওর ঝুলিতে উঠেছে। সব ধরনের গানে ওর সাবলীল বিচরণ থাকলেও উচ্চাঙ্গ সংগীতে ওকে অন্যভাবে খুঁজে পাওয়া যায়। গান গাইলেও রুদ্রাশিস তবলার বােলে শ্রোতাদের মুগ্ধ করে। রুদ্রাশিস ওর গান কে এগিয়ে নিয়ে যাক এই শুভ কামনা রইলাে।
রুদ্রাশিস সাহা
ঠিকানা-দিনহাটা
বয়স -১৬
fb - rudrashis saha
আপনার পরিচিতি পাঠিয়ে দিন আমাদের মেইল এ - sangbadekalavya@gmail.com
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊