তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে অনলাইন পরিষেবা প্রদান করা হচ্ছে



শচীন পাল, সংবাদ একলব্যঃ UGC-এর নিয়ম অনুসারে গতকাল ১০ই অগাষ্ট রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত কলেজে স্নাতক পর্বের ভর্তির আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। এই আবেদন পর্ব চলবে আগামি ২৫শে অগাষ্ট ২০২০ পর্যন্ত। বর্তমানে করোনা মহামারির জন্য প্রায় সকলেরই চলাফেরা অনেকটা মুশকিল। স্বাস্থ্য বিধি মেনে চলার পরও থাকছে বহু সমস্যা। এমতাবস্থায়  ছাত্র-ছাত্রীদের কোন প্রকারের সমস্যা যাতে না হয় সেই জন্য তাদের পাশে দড়ালো ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদ। 


ঝাড়গ্রাম জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি  সত্যরঞ্জন বারিকের উদ্যোগে সুবর্ণরেখা মহাবিদ্যালয় তৃণমূল ছাত্র পরিষদ ইউনিটের সহযোগিতায়  গোপীবল্লভপুর ১ ও ২ নং ব্লকের প্রত্যেক অঞ্চলে বিনামূল্যে অনলাইন পরিষেবা প্রদান করা হচ্ছে তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে। 

সত্যরঞ্জন বারিক বলেন 'প্রত্যেক বছর কলেজের সামনে ক্যাম্প করে এই পরিষেবা দেওয়া হতো কিন্তু বর্তমান করোনা পরিস্থিতিতে জমায়েত এড়াতে  এহেন উদ্যোগ নেওয়া হয়েছে।' তিনি আরো বলেন 'যদি কোন ছাত্র ছাত্রী কোনো কারণ বশত অঞ্চল বা ব্লকে আসতে না পারে হেলপ্লাইন নম্বরে ফোন করলে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা বাড়িতে গিয়ে অনলাইন করে দিয়ে আসবে‌।'