কলেজ ভর্তি সহ সমস্ত রকম ফি মকুবের পূর্ণ দাবি আদায়ের লক্ষ্যে মিছিল
আনোয়ার হোসেন , ১৪ই আগস্ট,২০২০ দিনহাটা:
এ আই ডি এস ও [AIDSO] এর দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে বাংলার সংগ্রামী ছাত্রসমাজের প্রতি অভিনন্দন মিছিল ও চওড়াহাটে সভা করা হয়।
করোনা সংকটজনক পরিস্থিতিতে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এর সমস্ত রকম ফি মকুবের দাবীতে চওড়াহাটে পথসভায় বক্তব্য রাখেন এআইডিএসও রাজ্য কমিটির সদস্য ও কোচবিহার জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য আসিফ আলম, কোচবিহার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য ও দিনহাটা লোকাল কমিটির পক্ষে স্বপ্না বর্মন, তাপসী বর্মন।
এআইডিএসও এর নেতৃত্বে ছাত্রসমাজের দীর্ঘ আন্দোলনের চাপে গতকাল ১৩ ই আগস্ট শিক্ষা মন্ত্রী কলেজের ফর্ম ফিলাপের ফি মকুবের ঘোষণা করেছেন বলে সংগঠনের দাবী ।
তারা এই দিন আরও বলেন- "এই ঘোষণাকে আমরা ছাত্র সংগঠন এ আই ডি এস ও এর দিনহাটা লোকাল কমিটির পক্ষ থেকে স্বাগত জানাই এবং পাশাপাশি দাবি রাখছি, শুধু ফর্ম ফিলাপের ক্ষেত্রে নয়, কলেজ ভর্তি ফি সহ সমস্ত রকম ফি মকুব করতে হবে। সেইসাথে ইতিমধ্যে ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া ফর্ম ফিলাপের টাকা ফেরত দিতে হবে। অন্যথায় ছাত্রসমাজকে নিয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব।"
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊