সুরশ্রী রায় চৌধুরী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কর্মসংস্থান ইস্যুতে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনতে চলেছেন রাহুল গান্ধী।

সম্প্রতি ইনফোসিস কর্ণধার নারায়ণমূর্তি জিডিপি প্রশ্নে উদ্বেগের সঙ্গে বলেছেন, "স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের আর্থিক বৃদ্ধি সর্বনিম্ন হতে পারে।" "দেশের অর্থনীতি ১৯৪৭-এর পর থেকে সর্বনিম্ন হতে পারে। তাই সরকারের উচিত আর্থিক সংস্কার করে সঠিক দিশা দেখানো। যাতে আম আদমি জীবন নির্বাহ দুষ্কর না হয়।" তাঁর মন্তব্য, "ভারতের জিডিপি অন্তত ৫% সঙ্কুচিত হবে। একটা ভয়ের পরিবেশ তৈরি হয়েছে সর্বনিম্ন কমবে আর্থিকবৃদ্ধি।" ভারতীয় এই উদ্যোগপতির আশঙ্কাকে হাতিয়ার করে আসরে নেমেছেন রাহুল গান্ধী।

তিনি বলেছেন দেশের অর্থনীতিকে পুরোপুরী ধ্বংস করেছেন নরেন্দ্র মোদি। কোটি কোটি মানুষ বেকার হয়েছেন মোদির জন্য। সেন্টার ফর মনিটারিং ইন্ডিয়ান ইকনমি (‌সিএমআইই)‌–‌র তথ্যে স্পষ্ট, এপ্রিলে দেশে ১২ কোটি মানুষ বেকার হয়েছেন। 

করোনা, অর্থনীতি, সীমান্ত সঙ্ঘাত হরেক ইস্যুতে মোদি সরকারের সমালোচনা করে চলেছেন ওয়েনাড়ের সাংসদ রাহুল গান্ধী। রবিবার ৯০ সেকেন্ডের একটি ভিডিও টুইট করে ‘‌রোজগার দো’‌ প্রচার অভিযান শুরু করেছেন রাহুল। ‘‌সরকারের ঘুম ভাঙাতে’‌ বেকার ছেলেমেয়েদের সঙ্গে অন্যদের সরব হতে বলেছেন। 

টুইটারে রাহুল লিখেছেন, ‘‌প্রধানমন্ত্রী হওয়ার পর মোদিজি দেশবাসীকে বছরে ২ কোটি মানুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তাঁদের কাছে খুব বড় স্বপ্ন বিক্রি করেছিলেন তিনি। সত্যিটা হল, মোদিজির নীতির দরুন ১৪ কোটি মানুষ কাজ হারিয়ে বেকার হয়েছেন। ‌এমন কেন হল?‌ কারণ, ভুল নীতি— নোট বাতিল, জিএসটি এবং তারপর (‌করোনা ভাইরাস)‌ লকডাউন। সরকার দেশের অর্থনৈতিক কাঠামোকে ভেঙে চুরমার করে দিয়েছে। এখন সত্যি এটাই যে, ভারত দেশের তরুণ–তরুণীদের চাকরি দিতে পারবে না।’‌ রাহুল জানান, কংগ্রেস চুপ করে থাকবে না। শিগগিরই ভারতীয় যুব কংগ্রেস ‘‌রোজগার দো’‌ অভিযান শুরু করবে। কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা একটি ভিডিও পোস্ট করেছেন। বলেছেন, ‘‌দেশের তরুণ–তরুণীদের চাকরি পাওয়ার অধিকার রয়েছে। সেটাই তাঁদের ও দেশের উন্নতির পথ।’‌‌‌