অ্যাম্বুলেন্স চালক সহ ধূপগুড়ি এলাকায় আরও ৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ


কাজল দে, সংবাদ একলব্যঃ ধূপগুড়ি শহর ও তার পার্শ্ববর্তী এলাকায় নতুন করে করোনা আক্রান্ত হলো ৬ জন। এদের মধ্যে একজন এম্বুলেন্স চালক রয়েছে। ধূপগুড়ি পুরসভা ও ব্লক প্রশাসনের তরফে ওই এলাকা গুলি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে।


যেহেতু আক্রান্ত কারোর কোনো উপশম নেই  তাই তাদের বাড়িতে রেখেই চিকিৎসা করা হবে বলে জানিয়েছেন ধূপগুড়ির BDO সংখদিপ দাস। ধূপগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান আক্রান্ত পরিবার গুলির পাশে থাকার আশ্বাস দিয়েছে।