করোনা আবহের মাঝেই প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। করোনা পরিস্থিতির আগেই শেষ হয়েছিল মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হয়েছে ২৭ ফেব্রুয়ারি। পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৬৪ হাজার ৯৮০। করোনা আবহের জেরে মাধ্যমিকের ফলাফল নিয়ে টানা পোড়ন চলছিল। অবশেষে  প্রকাশিত হলো মাধ্যমিক ২০২০ এর ফলাফল। ১৩৯ দিনের মাথায় প্রকাশিত হয় এই ফলাফল। 
এবার ক্লাস ইলেভেনে ভর্তির পালা। গতকাল শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানান-১ অগাস্ট থেকে ক্লাস ইলেভেনে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, ১০ অগাস্ট পর্যন্ত প্রথম দফায় নিজের স্কুলেই ভর্তি। ১১ থেকে ৩১ অগাস্ট অন্য স্কুলে চলবে ভর্তি প্রক্রিয়া। । 

তিনি আরও জানিয়েছেন, পড়ুয়ারা নয়, নথি জমা দেবেন অভিভাবকরা। করোনা সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। শিক্ষামন্ত্রী জানান, নিজেদের স্কুলে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন পড়ুয়ারা ৷ তবে বিষয়ভিত্তিক অ্যাডমিশনের ক্ষেত্রে নম্বরের মানদন্ড নির্ধারণের বিষয়টি শিক্ষা দফতর স্কুলের হাতেই ছাড়ছে।


পার্থ চট্টোপাধ্যায় জানান, ভর্তি হওয়ার জন্য ছাত্র-ছাত্রীদের স্কুলে যাওয়ার কোনও দরকার নেই। অভিভাবকরা নথি নিয়ে স্কুলে গেলেই ভর্তি হওয়া যাবে। সমস্ত প্রক্রিয়াটাই হবে নিয়ম মেনে। অবশ্যই সোশ্যাল ডিসটেন্স মেনে, এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী।