মাঠ না পুকুর ? আজকের সংহতি ময়দান
শুভাশিস দাশ :দিনহাটা :
দিনহাটার একমাত্র খেলার মাঠ এই সংহতি ময়দান যার পূর্বের নাম হলের মাঠ । বৃষ্টি হলেই জল থৈ থৈ । পুকুর না মাঠ বুঝবার উপায় নেই ।
এই মাঠ কে ঘিরে দিনহাটা বাসীর যত আবেগ অথচ সংহতি ময়দানের কোন যত্ন আর্তি নেই । দিনহাটার প্রাণকেন্দ্রে অবস্থিত এই মাঠেই মিটিং , মেলা সহ খেলা ধুলা ।
স্টেডিয়ামের চাহিদা অনেকটা পূরণ করে এসেছে এই মাঠ । অথচ সামান্য বৃষ্টিতেই সংহতি ময়দানের এই অবস্থা !
জানা গেছে দিনহাটার ক্রীড়া প্রেমীরা বহুবার প্রশাসনের দারস্থ হয়েছেন কিন্তু অবস্থার পরিবর্তন হলো না ।
বৃষ্টি হলেই হলের মাঠ আর মাঠ থাকে না ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊