বনদপ্তরের বিনামূল্যে চারাগাছ বিতরণ

প্রীতম ভট্টাচার্য ,নদীয়া : 

প্রতিবছরের মত এবছরেও শুরু হয়েছে অরণ্য সপ্তাহ, ১৪ই জুলাই থেকে ২০শে জুলাই । 


সবুজ গড়ার লক্ষ্যে  পশ্চিমবঙ্গ সরকারের নদীয়া জেলার কৃষ্ণনগরের বনদপ্তরের অফিস থেকে শনিবারও বিভিন্ন ব্যক্তি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে বিনামূল্যে গাছের চারা ও বিভিন্ন ধরনের সচেতনতামূলক পোস্টার  প্রদান করতে দেখা গেল। 

নর্মান বেথুন , কৃষ্ণনগর ঐকতান সহ একাধিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা জানালেন বৃক্ষরোপণের মাধ্যমেই দূষণমুক্ত পৃথিবী তৈরি হবে তাই তারা বৃক্ষরোপণে সামিল হচ্ছেন।