![]() |
pic source: raiganj police |
রায়গঞ্জ পুলিশ গোটা এলাকাজুড়ে ড্রাগ প্যাডেলার/আসক্তদের এবং সক্রিয় অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালানো শুরু করেছে। প্রথম থেকেই এই অভিযানে বেশ সাফল্য পেয়েছে রায়গঞ্জ পুলিশ। এদিন রায়গঞ্জ থানা দল রায়গঞ্জ থানা এলাকায় ব্যাপক অভিযান চালিয়ে মাদক সেবনকারী/আসক্ত ও সক্রিয় নিম্নলিখিত অপরাধীদের ৭ (সাত) জনকে গ্রেপ্তার করেছে।
ধৃতরা হলেন, ভীম সাহা মনু(৩২), অরিজিৎ সরকার (২৭), ভোলা বাবু (২৭), জুনায়েদ আলম(২০), ওহিদুর রহমান (২৫),চাঁদ মোহাম্মদ (২৩)। ইজহার আলী (২৭)।
পুলিশ সূত্রে জানা গেছে, তাঁদের কাছে ৩ টি সন্দেহভাজন ব্রাউন সুগারের পুরিয়া, ১০ টি "রাঙ্গতা" কাগজপত্র, ০২ টি ব্লেড এবং ০১ টি ম্যাচ বাক্স উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার এবং পুনরুদ্ধার অবশ্যই এই অঞ্চলে মাদক সেবন ও ক্রমবর্ধমান অপরাধকে হ্রাস করবে বলে আশাবাদী রায়গঞ্জ পুলিশ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊