মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে নজর কাড়া সাফল্য দুই কৃতীর পাশে দাঁড়াল DYFI-SFI
নিজস্ব প্রতিনিধি, সংবাদ একলব্য ঃ
করোনা আবহের মাঝেই সদ্য প্রকাশিত হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল। ঘোগোমালী উচ্চবিদ্যালয়ে মাধ্যমিকে প্রথম হয়েছেন ভানুদেব বমর্ন এবং উচ্চ মাধ্যমিকে প্রথম হয়েছেন শুভজিৎ বমর্ন।
চরম দারিদ্র্যের সাথে লড়াই করে এবছর মাধ্যমিক পরীক্ষায় ৬৩৫ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন ভানুদেব বমর্ন। গরীব ঘরের ছেলে হয়ে কোন প্রাইভেট টিউশন ছাড়াই পড়াশোনা করে এলাকার মুখ উজ্জ্বল করেছে ভানুদেব। ভানুর এই রেজাল্টে খুশি এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও। তাঁর অদম্য পরিশ্রমেই এই ফল।
অপরদিকে উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৮০ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন শুভজিৎ বমর্ন। একদিকে মাধ্যমিকে ভানুদেব অন্যদিকে উচ্চ মাধ্যমিকে শুভজিৎ দুই কৃতীর ভালো ফলের জন্য এদিন DYFI-SFI ডাবগ্রাম দক্ষিন লোকাল কমিটির পক্ষ থেকে তাদের দুজনকেই সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি, পরবর্তীতে তাদের পাশে সবরকম সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া হবে বলেও আশ্বাসও প্রদান করা হয় DYFI-SFI এর পক্ষ থেকে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊