প্রীতম ভট্টাচার্য্য, নদীয়াঃ  

কখনও অতিমারী, কখনও আম্ফান, কখনও ভূমিকম্প, মানব সমাজে এক নতুন অসুখ নিয়ে এসেছে ডিপ্রেশন। রোজগার হারিয়ে, ঘর হারিয়ে, ভূমিকম্পের কবলে পড়ে অনেক মানুষ আজ মানসিক ভাবে বিপর্যস্ত।আগামীতে কে কিভাবে চলবে, কেমন করে বাঁচবে, এখন পৃথিবীর বুকে এ এক নতুন অসুখ।এই অসুখ সারাতে পারে প্রকৃতির হাসি যা মানুষের কাছে এখন খুব দরকার।

কৃষ্ণনগরে কিছু ভালো মানুষ তারা তাদের সামর্থ্য অনুযায়ী এই মানসিক রোগের চিকিৎসা করতে বেছে নিয়েছে সারা শহরজুড়ে ফুলের বাগান করবে তারা।কৃষ্ণনগরে আজ তারা করবী, জবা, কৃষ্ণচূড়া,আরও বিভিন্ন রকমের গাছ লাগালো নীচেরপাড়া,বিএড কলেজের সামনে থেকে শশ্মান পর্যন্ত।উদ্যক্তাদের একজন সদস্য সৌরভ মন্ডল বলেন সারা শহর জুড়ে এই অভিনব ফুলের বাগান করবো।

এলাকার অনেক মানুষ এগিয়ে আসছেন।তারা নিজেরাই এই গাছগুলোর পরিচর্যা করছেন। শহরজুড়ে ফুল ফুটবে, শহর ফুলে ঢেকে যাবে, আমাদের শহরের প্রতিটি মানুষ আগামীদিনে নতুন করে বাঁচবে।তাদের কথায় - তোমার নিঃশ্বাসে প্রশ্বাসেও আমার দেওয়া ঋণ আছে পারলে মিটিয়ে নিও।