নিজস্ব সংবাদদাতা, জয়ন্তীঃ 

জয়ন্তী ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বনমহৎসবের বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হল সোমবার। সংস্থার পক্ষ থেকে জয়ন্তীর বিভিন্ন জায়গা ঘুরে ঘুরে চারাগাছ রোপণ করা হয়। তাদের এই উদ্যোগে সাহায্যের হাত বাড়িয়ে দেন ডিএফডি শ্রী হরিশ,এডিএফও পার্থ সারথি প্রামানিক সহ অন্যান্য বনবিভাগের আধিকারিকেরা।

সংস্থার পক্ষ থেকে এদিন উপস্থিত ছিলেন জয়ন্তী ট্যুরিজম ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শেখর ভট্টাচার্য,সম্পাদক শুভজ্যোতি বসু সহ অন্যান্য সদস্যরা।

ভিডিও - 


#jayanti_tourism_welfare_association